ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘আইকন’ ক্রিকেটাররা খেলবেন যে দলে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
‘আইকন’ ক্রিকেটাররা খেলবেন যে দলে

ঢাকা: প্রায় আড়াই বছর বিরতির পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। আগামী ২২ নভেম্বর শুরু হবে জমজমাট এ আসরটি।

এর আগে ২০ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টটির।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় ‘প্লেয়ার বাই চয়েজ’। অনেকটা লটারির মতো এ আয়োজন থেকে তালিকাভুক্ত খেলোয়াড়দের দলে নেবে ফ্রাঞ্চাইজিগুলো। স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি আইকন খেলোয়াড়রাও ছিলেন ‘লটারিতে’।

ছয় দলের অংশগ্রহণে শুরু হচ্ছে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির এই আসর। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডাইনামাইটস, বরিশাল বুলস, চট্টগ্রাম ভাইকিংস, সিলেট সুপার স্টার, রংপুর রাইডার্স।

বিপিএলের তৃতীয় আসরে আগে থেকেই বাছাই করে নেওয়া হয় ‘আইকন’ ক্রিকেটারদের। ক্যাটাগরি ভিত্তিক ক্রিকেটারদের বাইরে রেখে ‘আইকন’ হিসেবে ছয়টি ফ্রাঞ্চাইজি দলের জন্য ছয়জন দেশসেরা ক্রিকেটারের মধ্যে ছিলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাসির হোসেন।

‘আইকন’ ক্রিকেটাররা যে দলে খেলবেনঃ

কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ মাশরাফি বিন মর্তুজা

ঢাকা ডাইনামাইটসঃ নাসির হোসেন

বরিশাল বুলসঃ মাহামুদুল্লাহ রিয়াদ

চট্টগ্রাম ভাইকিংসঃ তামিম ইকবাল

সিলেট সুপার স্টারঃ মুশফিকুর রহিম

রংপুর রাইডার্সঃ সাকিব আল হাসান

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৫
এমআর

** ‘প্লেয়ার্স বাই চয়েস’ এ বিরতি, লটারির অপেক্ষায় ‘আইকন’
** আইকনদের জন্য অপেক্ষা, চলছে ‘প্লেয়ার্স বাই চয়েস’
** ক্যাটাগরি ভিত্তিক ক্রিকেটারদের দল
** ক্যাটাগরি ‘এ’র ক্রিকেটারদের দল
** শুরু হলো বিপিএলের লটারি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।