ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিসবাহর শতকে পাকিস্তানের দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
মিসবাহর শতকে পাকিস্তানের দিন ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ চার উইকেটে ২৮২ রান। অধিনায়ক মিসবাহ উল হক ও আসাদ শফিক ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে অপরাজিত রয়েছেন।

এর আগে দু’দলের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ড্র হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুবাইতে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫১ রান তোলেন মোহাম্মদ হাফিজ (১৯) ও শান মাসুদ (৫৪)। প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান শোয়েব মালিক ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফেরেন।

চতুর্থ উইকেটে ইউনিস খানের (৫৬) সঙ্গে ৯৩ রানের পার্টনারশিপ গড়েন মিসবাহ। দলীয় ১৭৮ রানের মাথায় ইউনিস ফিরলেও ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মিসবাহ। তিনি ১০২ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিন তার সঙ্গী হিসেবে ক্রিজে থাকবেন ৪৬ রান করা শফিক।

ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন, মঈন আলী, মার্ক উড ও বেন স্টোকস একটি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।