ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির তৃতীয় আসরে রংপুর রাইডার্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন শেন জার্গেনসন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এ কোচ দীর্ঘ ১৮ মাস পরে আবারো এ দেশে ফিরছেন।
রংপুরের মালিক রফিকুল ইসলাম বলেন, ‘শেন জার্গেনশনের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তিনি আমাদের প্রধান কোচের দায়িত্বে থাকবেন। আমরা আশা করছি আগামী এক সপ্তাহ অথবা টুর্নামেন্ট শুরুর আগে তিনি ঢাকায় এসে পৌঁছাবেন। ’
এদিকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক রংপুরের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।
এর আগে ১৯ মাস কোচ থাকার পর ২০১৪ সালের মে মাসে টাইগারদের দল থেকে পদত্যাগ করেছিলেন জার্গেনসন। তার অধীনে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজ (২০১২) ও নিউজিল্যান্ডের (২০১৩) বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল। পাশাপাশি ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ড্র করেছিল দলটি। পরে জার্গেনসন ফিজি ও ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের কোচ হিসেবে ছিলেন।
বিপিএলে এবারের আসরে ছয় ফ্রাঞ্চাইজিতে চার বিদেশি কোচের মধ্যে জার্গেনসন একজন। ঢাকা ডায়নামাইটস তাদের কোচ হিসেবে নিয়েছেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থারকে। বরিশাল বুলস কোচ হিসেবে নিয়োগ দিয়েছে গ্রাহাম ফোর্ডকে। আর চট্টগ্রাম ভাইকিংস নিয়েছেন ভারতের রবিন সিংকে।
এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সুপারস্টারস বাংলাদেশি কোচকে নিয়োগ দিয়েছে। কুমিল্লার কোচ হয়েছেন, মোহাম্মদ সালাউদ্দিন আর সিলেটের সারওয়ার ইমরান।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৫
এমএমএস