ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজকে ঘিরে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সিমীত ওভারের এ সিরিজে টাইগারদের দলে আবারো ফিরেছেন পেসার আল-আমিন।
মাশরাফি বিন মতুর্জার নেতৃত্বে বাংলাদেশ দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন মিডিয়াম পেসার কামরুল ইসলাম রাব্বি। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন। তবে ‘এ’ দলের হয়ে ভারত সফরে ইনজুরিতে পড়া তাসকিন আহমেদ ও শফিউল ইসলামকে দলে নেওয়া হয়েছে।
ঘরের মাঠের এ সিরিজে জিম্বাবুয়ের সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচই মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৭, ৯ ও ১১ নভেম্বর তিনটি ওয়ানডে আর ১৩ ও ১৫ নভেম্বর দুটি টি-২০ ম্যাচ হবে।
বাংলাদেশ দল:
মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আরাফাত সানি, নাসির হোসেন, জুবায়ের হোসেন, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস