ঢাকা: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৬-১৭ বছরে হোম ও অ্যাওয়ে সিরিজের সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এছাড়াও ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজসহ আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে প্রোটিয়ারা।
২০১৬ সালের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দ. আফ্রিকা সফরে যাবে কিউইরা। সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আমলা-ডি ভিলিয়ার্সরা। নভেম্বরে পারস্পরিক সফরের অংশ হিসেবে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবে দ. আফ্রিকা।
এ সিরিজ শেষেই ডিসেম্বরে তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দ. আফ্রিকা সফর করবে শ্রীলঙ্কা। এরপর ২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পাড়ি জমাবে প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা ওডিআই সিরিজ শুরুর আগে দু’দলের বিপক্ষেই একটি করে ওয়ানডে ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। সব মিলিয়ে বলা যায়, আগামী বছর অনেকটা ব্যস্ত সময় পার করবে প্রোটিয়ারা।
সিএসএ’র প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, ‘একই মৌসুমে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলার মাধ্যমে আমাদের দলের জয়ের ধারাবাহিকতা বজায় রাখার পরীক্ষা হবে। দর্শকরাও হোম সিরিজে পাঁচটি টেস্ট, ১১টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ দেখার সুযোগ পাবে। টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর দল হওয়ায় মূল ফোকাসটা থাকবে টেস্ট সিরিজ ঘিরে। আরেকটি কথা না বললেই নয়, আইসিসি টেস্ট র্যাংকিংয়ের প্রাইজমানি বাড়িয়ে ১.৮ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করায় আমি খুশি। ’
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
আরএম