ঢাকা: বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক অনন্ত জলিল। সিনেমার পাশাপাশি এদেশের সফল একজন ব্যবসায়ীর হিসেবেও ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এবারের আসরে না পারলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী আসরে দল কিনতে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের চলচিত্রের হালের জনপ্রিয় এই অভিনেতা।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি স্থানীয় হোটেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি এই অভিপ্রায় ব্যক্ত করেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনিত হওয়া এই অভিনেতা বলেন, ‘এবারের বিপিএলে ছয়টা দল ছয়জন কিনে নিয়েছে। তবে, কামাল ভাই (কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপেদেস্টা) যদি মনে করেন, আমাকে পার্টনার বানাবে তাহলে দু’জন এটাকে এগিয়ে নিবো। আর ক্রিকেট বোর্ড যদি মনে করেন সামনে আরও একটি দল বাড়বে তাহলে পরবর্তী সময়ে আমি একটি দল কিনে নিবো।
উল্লেখ্য, অনন্ত জলিল ও তাঁর স্ত্রী বর্ষা, দু’জনই বিপিএলে এবারেরে আসরের নবাগত দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
বাংলাদেশ সময় ২০২৫ ঘন্টা, ৪ নভেম্বর ২০১৫
এইচএল/এমএমএস