ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২০১ রানে অলআউট হয়েছে ভারত। বলতে গেলে, নিজেদের ফাঁদেই আটকা পড়ে টিম ইন্ডিয়া।
অন্যদিকে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়ারাও নেই স্বস্তিতে। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ২৮ রান তুলতেই দুই উইকেট হারায় সফরকারীরা। দু’টি উইকেটই স্পিনারদের দখলে।
দলীয় ৯ রানের মাথায় রবীচন্দ্রণ অশ্বিনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন স্টিয়ান ভ্যান জিল (৫)। ওয়ান ডাউনে নামা ফাফ ডু প্লেসিসকে ক্লিন বোল্ড করেন রবীন্দ্র জাদেজা। ওপেনার ডিন এলগার ১৩ ও হাশিম আমলা ১ রানে অপরাজিত রয়েছেন।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) মোহালিতে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৩ রান যোগ করেন মুরালি বিজয় (৭৫) ও চেতশ্বর পূজারা (৩১)।
এরপরই তাসের ঘরের মতো ভারতীয় ইনিংসও ভেঙে পড়ে। অধিনায়ক বিরাট কোহলি মাত্র ১ রানে রাবাদার বলে এলগারের তালুবন্দি হন। জাদেজার ব্যাট থেকে আসে ৩৮ রান। শেষ পর্যন্ত ৬৮ ওভারে ২০১ রানে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে যায়। শেষদিকে ২০ রানে অপরাজিত থাকেন অশ্বিন।
প্রোটিয়াদের হয়ে একাই চার উইকেট দখল করেন অলরাউন্ডার ডিন এলগার। তার লেগ স্পিন ঘূর্ণির শিকার হন পূজারা, অজিঙ্কা রাহানে (১৫), হৃদ্দিমান শাহা (০) ও অমিত মিশ্র (৬)। দু’টি করে উইকেট লাভ করেন ইমরান তাহির ও পেসার ভারনন ফিল্যান্ডার। অফস্পিনার সিমন হারমার ও কাগিসো রাবাদা একটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আরএম