ঢাকা: ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টে যেন স্পিনারদের রাজত্ব। মোহালির স্পিন সহায়ক উইকেটে প্রথমে নিজেদের ফাঁদেই আটকা পড়ে স্বাগতিকরা।
শুক্রবার (০৬ নভেম্বর) দ্বিতীয় দিনের খেলায় দুই উইকেটে ৩৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে দ. আফ্রিকা। তৃতীয় উইকেট জুটিতেই সর্বোচ্চ ৭৬ রান তোলেন ডিন এলগার (৩৭) ও হাশিম আমলা (৪৩)। সর্বোচ্চ ৬৩ রান আসে এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে।
প্রোটিয়াদের হয়ে এ তিনজন বাদে কেউই দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। তাই শেষ পর্যন্ত ১৮৪ রানে তাদের ইনিংস থামে। আর লো স্কোরিং ম্যাচেও ১৭ রানের লিড পায় ভারত। কাকতালীয়ভাবে ভারতের পর প্রোটিয়ারাও ৬৮ ওভার খেলে অলআউট হয়।
সফরকারীদের সবকটি উইকেটই তুলে নেয় ভারতীয় স্পিনাররা। রবিচন্দ্রন অশ্বিন একাই নেন পাঁচ উইকেট। শুধু তাই নয়, ভারতের হয়ে দ্রুততম সময়ে ১৫০টি (২৯ টেস্টে) উইকেট তুলে নেন ২৯ বছর বয়সী এ অফস্পিনার। রবীন্দ্র জাদেজা তিনটি ও অমিত মিশ্র বাকি দুই উইকেট লাভ করেন।
এর আগে ভারতীয় ইনিংসে সাতটি উইকেট তুলে নেন প্রোটিয়া স্পিনাররা। ডিন এলগার নেন চার উইকেট। ইমরান তাহির দু’টি ও সিমন হারমার নেন এক উইকেট। আর দুই পেসার ভারনন ফিল্যান্ডার দু’টি ও কাগিসো রাবাদা একটি উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
আরএম