ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ৫, জিম্বাবুয়ে ১

স্পোটর্স ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
বাংলাদেশ ৫, জিম্বাবুয়ে ১

ঢাকা: চলছে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। খেলায় কে হারবে বা জিতবে তা এখন বলা জ্যোতিষীর মতো মন্তব্য ছাড়া আর কিছুই নয়।

হার-জিত নিয়ে না আলোচনা না করে দু’দলের অভিজ্ঞ খেলোয়াড়দের কথা বলা যায়।

অভিজ্ঞতার পাল্লার দিকে তাকালে বাংলাদেশেরটাই ভারী দেখাবে। কেনইবা ভারী হবে না, টাইগারদের দলে রয়েছে শতাধিক ম্যাচ খেলা ৫ অভিজ্ঞ খেলোয়াড়।

বিপরীতে জিম্বাবুয়ানদের রয়েছে মাত্র একজন! দলটির অধিনায়ক এলটন চিগাম্বুরা ছাড়া আর কোনো খেলোয়াড়ই শতাধিক ম্যাচ খেলেননি। তিনি একাই খেলছেন ১৯২ ম্যাচ। চিগাম্বুরা ছাড়া জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৯৩ ম্যাচ খেলেছেন উইলিয়ামস।

আর বাংলাদেশ দলে রয়েছেন একাধারে দলপতি মাশরাফি (১৫৮), সাকিব আল হাসান (১৫৭), মুশফিকুর রহিম (১৫৬), তামিম ইকবার (১৫১), মাহমুদুল্লা রিয়াদ (১২৩)। অবশ্য বাংলাদেশি ‘৫ স্টার’ দের থেকে বেশি ম্যাচ খেলেছেন চিগাম্বুরা।

সেরাদের মধ্যে সাকিব আল হাসান রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায়। আর জিম্বাবুয়ানদের বিপক্ষে এখন পর্যন্ত সাকিবের পারফরম্যান্সই সেরা। তিনটি সেঞ্চুরি এবং ৬টি হাফ সেঞ্চুরিসহ ৪০.৬২ গড়ে ১৩০০ রান করেছেন। বল হাতেও কম যাননি সাকিব। ৪২টি ম্যাচে ২২.৮২ গড়ে ৬৩ উইকেট নিয়েছেন সাকিব। যা কি না দু’দলের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ উইকেট।

এরপর মুশফিক, তামিমদের আর শাহরিয়ার নাফিসের পারফরম্যান্স চোখে পড়ার মতো। যদি শাহরিয়ার নাফিস বর্তমানে দলে নেই। তবুও জিম্বাবুয়ের বিপক্ষে তার ব্যাটিং গড় এখন পর্যন্ত সর্বোচ্চ (৫৫.৫০)। রয়েছে মনে রাখার মতো তিনটি অপরাজিত সেঞ্চুরি।

চিগাম্বুরা ১৯১ ম্যাচ খেলে ৪২.৪৩ গড়ে নিয়েছেন ৯৮ উইকেট। আর ব্যাট হাতে দুটি শতক ও ১৯ অর্ধশতকসহ ২৬.০৬ গড়ে করেছেন ৩৯৮৮ রান।
 
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।