ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের জয়ের সম্ভাবনা ৮০ ভাগ

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
টাইগারদের জয়ের সম্ভাবনা ৮০ ভাগ ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২৭৩ রানের সংগ্রহ নিয়েই সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের জয়ের সম্ভাবনা ৮০ ভাগ বলে মনে করেন, বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও ম্যানেজার শফিকুল হক হীরা।

‘ম্যাচের এই অবস্থায় জিততে হলে টাইগারদের অবশ্যই ভাল বল করতে হবে।

লাইন ও লেংথ বজায় রাখা সহ প্রতিটি ক্যাচও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে, স্বাগতিক বোলারদের মধ্যে সবচেয়ে কঠিন হবে আরাফাত সানির বল মোকাবেলা করা। কারণ সে উইকেট টু উইকেট বল করে। সাকিবের বল খেলাও খুব সহজ হবেনা। যদি সাকিব কোন রকম দ্বিধাদ্বন্দ্বে না ভোগে, তাহলে ভালো করবে’ বললেন শফিকুল হক হীরা।

এদিকে সময় যত গড়াবে ততই উইকেট স্লো হবে ফলে সফরকারীদের শট খেলা সম্ভব হবেনা, আর এতে করে উপকৃত হবেন স্বাগতিকরাই। শুধু তাই না, ফ্লাডলাইটের নিচে ব্যাটিংও সহজ হবেনা বলে মত দিলেন তিনি।

এদিকে, আজকের ম্যাচে বাংলাদশের ব্যাটিং ইনিংসে মুশফিক ও সাব্বির রহমানের জুটিকে বাহবা দিতেও ভুলে যাননি সাবেকিএ টাইগার অধিনায়ক। পাশাপাশি প্রশংসায় ভাসালেন দুই টেল এন্ডার মাশরাফি ও আরাফাত সানির ব্যাটিংকেও। মুশফিক-সাব্বিরের দারুণ জুটির ব্যাটিংয়ের ফলেই আজকের ম্যাচে ২৭৩ রান সংগ্রহ করতে পেরেছে টাইগারার, তা না হলে আজকে টাইগারদের সংগ্রহের চিত্র আরও করুণ হতে পারতো বলে মনে করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘন্টা, ৭ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।