ঢাকা: সন্তানসম্ভবনা স্ত্রীর পাশে থাকতে রোববার (০৮ নভেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন সাকিব আল হাসান। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়।
বিজয়ের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদও জানিয়েছেন, সাকিবের স্থলাভিষিক্ত হচ্ছেন বিজয়।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে সাকিব করেছিলেন ১৬ রান। তবে, বল হাতে দুর্দান্ত বোলিং করে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করেন তিনি। সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে পাচ্ছেনা স্বাগতিকরা।
সাকিবের বদলি হিসেবে বাংলাদেশ দলে আসা বিজয় গত বিশ্বকাপ চলাকালে নেলসনে পুল ‘এ’র ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কাঁধের ইনজুরিতে পড়েন। স্কটিসদের বিপক্ষে সে ম্যাচে ব্যাটিংয়েও নামতে পারেননি তিনি। এরপর ইনজুরি কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে দলে ফিরলেও কোন ম্যাচ খেলার সুযোগ পাননি ৩০টি ওয়ানডে খেলা বিজয়।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ফতুল্লায় ওপেনিংয়ে নেমে ইমরুল কায়েসের সঙ্গে ১০৫ রানের জুটি গড়েন বিজয়। ৬১ বল মোকাবেলা করে ৭টি চার আর একটি ছক্কায় তিনি ৫২ রান করেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর/এসকে