ঢাকা: প্রথম ওয়ানডের ধারাবাহিকতায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলে নিল স্বাগতিক বাংলাদেশ। ৫৮ রানের এ জয়ের ফলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হয়ে গেল টাইগারদের।
প্রথম ম্যাচের মতোই সোমবার (৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় খেলায় টসে জিতেছিলেন জিম্বাবুইয়ান অধিনায়ক এলটন চিগম্বুরা। টাইগারদের ২৪১ রানে বেঁধে ফেললেও এ রান ছুঁতে পারেননি তার দলের ব্যাটসম্যানরা। তাদের ইনিংস শেষ হয়ে যায় ১৮৩ রানে, ৪৩ দশমিক ১ ওভারেই।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ পরাজয়ে হতাশা প্রকাশ করলেও জিম্বাবুইয়ান অধিনায়ক চিগম্বুরা বলেন, ২৪১ রান টপকানো কঠিন ছিল না। ম্যাচ জয়ও অসম্ভব ছিল না।
তিনি বলেন, আমরা ১০ ওভারের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে ফেলেছি। এটাই আমাদের জয়ের পথে বাধা হয়ে গেছে। আমাদের টপ অর্ডাররা এতো দ্রুত আউট না হলে টার্গেট টপকানো খুব বেশি কঠিন হতো না। তাছাড়া আমার ও সিকান্দারের (সিকান্দার রাজা) জুটি যেভাবে এগিয়ে যাচ্ছিলো, তাতে জয়ের পথে অনেকটাই এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত হলো না। মোট কথা, এই ম্যাচটি আমরা প্রত্যাশানুযায়ী খেলতে পারিনি, যদিও ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
তবে সিরিজ হারিয়েও হাল ছাড়ছেন না চিগম্বুরা। সিরিজের শেষ ম্যাচটি জিততে চাইছেন তিনি যেকোনো ভাবে। বললেন, আমি আশা ছাড়ছি না। শেষ ম্যাচটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই গেল দুই ম্যাচের ভুলগুলো শুধরে চাইবো অন্তত তৃতীয় ম্যাচটি জিততে।
বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এইচএল/এইচএ/