মিরপুর থেকে: চলতি সিরিজের প্রথম ম্যাচে ১৯, দ্বিতীয় ম্যাচে ৪০ এবং শেষ ম্যাচে এসে অর্ধশতকের দেখা পেলেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। এটি তার ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বুধবার সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। এরই মধ্যে এ সিরিজেরর দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়েছে আরেক ওপেনার ইমরুল কায়েস। ৭৬ বলে মোকাবেলা করে ৪টি চারের মার এবং ৩টি ছক্কার সাহায্যে ৫০ রান করেন কায়েস।
এর পরপরই তামিম ৭০ বল মোকাবেলা করে ৫টি চারের সাহায্যে ৫০ রান পূর্ণ করেন। আজকের ম্যাচ বাদ দিয়ে ১৫২ ম্যাচে ৩১.৩৫ গড়ে ৪ হাজার ৬৪০ রান করেছেন তামিম। এর মধ্যে ৬টি শতক রয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওপেনিং জুটিতে ২৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১২১ রান। তামিম ৫০ এবং কায়েস ৬৫।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৫
এসএইচ