ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে প্রথম টি-টোয়েন্টির ধারাবাহিকতায় দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টাইগারদের অনুজ্জ্বল ব্যাটিং দেখলো স্বাগতিক দর্শকরা। প্রথম ম্যাচে সফরকারীদের দেয়া ১৩২ রানের সহজ লক্ষ্য টপকাতে স্বাগতিকদের হারাতে হয়েছিল ৬ উইকেট।
রোরবার (১৬ নভেম্বর) সফরকারীদের বিপক্ষে স্বাগতিকরা টস জিতে ব্যাটিংয়ে নামলেও ব্যাট হাতে একমাত্র এনামুল হক বিজয় ছাড়া কেউই প্রতিপক্ষের বোলারদের ওপর প্রভাব বিস্তার করতে পারেননি। দলের হয়ে এ টপঅর্ডার ব্যাটসম্যান ৫১ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
মজার ব্যাপার হলো, বিজয় ছাড়া ব্যাট হাতে কেউই ৩০ রানের কোঠা ছুঁতে পারেননি। ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে আসে ২১ রান। আগের ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ৩১। আরেক ওপেনার ইমরুল কায়েস মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
এদিকে, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আগের ম্যাচে ২ রান করলেও এ ম্যাচে বিদায় নিয়েছেন ৯ রান করে। প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানের পর এ ম্যাচে মাত্র ৩ রান করেন অলরাউন্ডার নাসির হোসেন। সাব্বির রহমান ১৭ আর মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম ম্যাচে ২২ রানে অপরাজিত থাকলেও দ্বিতীয়টিতে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘন্টা, ১৫ নভেম্বর, ২০১৫
এইচএল/আরএম