ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলছে পাক-ভারত বাক যুদ্ধ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
চলছে পাক-ভারত বাক যুদ্ধ! ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত ও পাকিস্তানের কুটনৈতিক সম্পর্কের মত বৈরি তাদের ক্রিকেটীয় সম্পর্কও। দু’দেশের রাজনৈতিক প্রভাব এসে পড়েছে জনপ্রিয় এই খেলাটির ওপর।

যার কারণে বিশ্বব্যাপী ক্রিকেট প্রেমীরা বঞ্চিত হচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ক্রিকেট লড়াই দেখতে।

ক্রিকেটীয় সূচি অনুযায়ী (এফটিপি) চলতি বছরের ডিসেম্বরে পাক-ভারতের পূর্ণাঙ্গ সিরিজ হওয়ার কথা রয়েছে। যেটির আয়োজক পাকিস্তানের দ্বিতীয় ঘরের মাঠ হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত। তবে দেশ দুটির খারাপ সম্পর্কের কারণে সিরিজটি এখন আর কোনো আশার আলো দেখছে না।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান শশাঙ্ক মনোহর এক ফোন কলের মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খানকে বলেছিলেন, তারা ভারতীয় সরকারের কাছে সিরিজটি খেলার ব্যাপারে অনুমতি পেয়েছে। তবে সিরিজটি ভারতের মাটিতে হতে হবে।

মনোহরের এমন কথায় অবশ্য পটে যাননি শাহরিয়ার। তিনি বলেন, ‘এ সিরিজটি ভারতের মাটিতে খেলার প্রশ্নই ওঠে না। তারা কেন যে আমিরাতে খেলতে চাচ্ছে না, আমি এর কোনো কারণ দেখি না। ’

শাহরিয়ার আরো বলেন, ‘আমরা ভারতে ২০০৭ ও ২০১২ সালে পর পর দু’বার সফর করেছিলাম। এবার আর না। এটা আমাদের সিরিজ যা আমরা ঘরের মাঠ আমিরাতে খেলবো। তাদের সেখানে যেতে সমস্যা কোথায়? আমিরাতে তারা আইপিএল খেলতে পারলে পাকিস্তানের বিপক্ষে কেন নয়’?

প্রতিবেশি দেশ দুটির মুখপাত্রদের এমন ভিন্ন মন্তব্যই বলে দেয়, ক্রিকেট প্রেমীরা খুব দ্রুতই পাক-ভারত লড়াই দেখতে পাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।