ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চারদিনের বৃষ্টিতে ড্র বেঙ্গালুরু টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
চারদিনের বৃষ্টিতে ড্র বেঙ্গালুরু টেস্ট ছবি: সংগৃহীত

ঢাকা: বৃষ্টি বাগড়ায় শেষ পর্যন্ত অনিবার্য ড্রয়ের মুখই দেখল বেঙ্গালুরু টেস্ট। প্রবল বর্ষণের কারণে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিন একটি বলও মাঠে গড়ায়নি।

বুধবার (১৮ নভেম্বর) মাঠ খেলার অনুপযোগী হওয়ায় আনুষ্ঠানিকভাবে পঞ্চম দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

স্কোর: দ. আফ্রিকা – ২১৪
ভারত – ৮০/০ (২২ ওভার)

প্রথম দিনে মোট ৮১ ওভারের খেলা হয়। অশ্বিন-জাদেজাদের স্পিন ঘূর্ণিতে ৫৯ ওভার শেষে ২১৪ রানেই প্রোটিয়াদের প্রথম ইনিংস গুটিয়ে যায়। শততম টেস্ট খেলতে নামা এবি ডি ভিলিয়ার্স ১৫ রানের জন্য শতক বঞ্চিত হন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে ওপেনার ডিন এলগারের ব্যাট থেকে।

ভারতের হয়ে চারটি করে উইকেট লাভ করেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। বরুণ অ্যারনের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক হাশিম আমলা (৭)।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়েই প্রথম দিনের খেলা শেষ করে ভারত। ৮০ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন দুই ওপেনার মুরালি বিজয় (২৮) ও শিখর ধাওয়ান (৪৫)। কিন্তু, বৃষ্টি বাধায় টানা চারদিন ধরেই ব্যাটিংয়ে নামার অপেক্ষায় থাকেন বিজয়-ধাওয়ান!

চার ম্যাচ টেস্ট সিরিজের দুই ম্যাচ শেষে ১-০ তে এগিয়ে টিম ইন্ডিয়া। মোহালিতে অনুষ্ঠিত লো-স্কোরিং ম্যাচটিতেও ১০৮ রানের জয় পায় স্বাগতিকরা। তিনদিনের মধ্যেই ম্যাচের ইতি ঘটে। স্কোরটি ছিল এরকম: ভারত – ২০১ ও ২০০, দ. আফ্রিকা – ১৮৪ ও ১০৯।

নাগপুরে আগামী ২৫ নভেম্বর (বুধবার) দু’দলের মধ্যকার তৃতীয় টেস্ট শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।