ঢাকা: আর মাত্র ২ দিন। এরপরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল-এর তৃতীয় আসর।
আর এ আসরকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে উন্মোচিত হল বিপিএল-এর অন্যতম দল সিলেট সুপার স্টারসের লোগো ও জার্সি।
বুধবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে এক অনাড়ম্ভর অনুষ্ঠানে লোগো ও জার্সির উন্মোচন করা হয়।
এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সিলেট সুপার স্টারসের স্বত্ত্বাধিকারী ও আলিফ গ্রুপের চেয়ারম্যান আজিজুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্রিকেটের ভূয়সী প্রসংশা করে অর্থমন্ত্রী বলেন, ‘ক্রিকেট বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলা। দিন দিন ক্রিকেটে বাংলাদেশ ভালো করছে; যা নিঃসন্দেহে দেশের জন্য গৌরবের বিষয়। ’
‘আশা করছি বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সিলেট সুপার স্টারস বিপিএলে অংশ নেওয়ায় আমি দলটির সাফল্য কামনা করছি। ’
এদিকে বিপিএলে অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত আলিফ গ্রুপের চেয়ারম্যান আজিজুল ইসলাম।
প্রথমে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিপিএলে বিদেশি খেলোয়াড়দের সংস্পর্শ পাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এতে নিজেদের উন্নয়নের মাধ্যমে দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবেন তারা।
অনুষ্ঠানের শেষে সিলেট সুপার স্টারসের থিম সং পরিবেশন করেন কন্ঠশিল্পী বালাম।
বাংলাদেশ: ০০৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এইচএল/এমএ