ঢাকা: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ডের টেস্ট দলে পেসার স্টিভেন ফিন ও মার্ক উডের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইংলিশ দুই পেসারই ইনজুরিতে ভুগছেন।
সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টে ইনজুরিতে পড়েন স্টোকস। ফিল্ডিং করার সময় কাঁধের হাড়ে গুরুতর আঘাত পান ডানহাতি এ ক্রিকেটার। পরে একই দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়েন তিনি।
এদিকে পাকিস্তানের বিপক্ষে ২-০তে হারা সেই টেস্ট সিরিজের মাঝেই ইনজুরিতে পড়েন দুই পেসার ফিন ও উড। তবে এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তারা। তাই প্রোটিয়াদের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের ইংলিশ দলে ঢুকতে পারেন পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দারুণ খেলা পেসার ক্রিস ওকস।
ওকস অবশ্য নিজের সর্বশেষ টেস্ট খেলেছিলেন প্রায় ১৫ মাস আগে। তাই জেসন অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে ক্রিস জর্ডান অথবা লিয়াম প্ল্যাঙ্কেটর নামও থাকতে পারে।
দ.আফ্রিকা সফরে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড।
ইংল্যান্ডের সম্ভাব্য দল: অ্যালিস্টার কুক, অ্যালেক্স হেলস, অ্যাডাম লিথ, গ্যারি ব্যালেন্স, ইয়ান বেল, জে রুট, জেমস টেইলর, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার, মইন আলী, আদিল রশিদ, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস জর্ডান, লিয়াম প্ল্যাঙ্কেট, ক্রিস ওকস।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৫
এমএমএস