ঢাকা: ক্রিস গেইল, ব্রেন্ডন টেলর, কেভিন কুপার আর স্থানীয় ক্রিকেটার শাহরিয়ার নাফিস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমানদের নিয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ সাজিয়েছে বরিশাল বুলস। প্রতিপক্ষের বোলারদের ভড়কে দিতে পরিকল্পনাও আঁটছেন ক্রিকেটাররা।
শনিবার (২১ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে বরিশাল বুলসের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাব্বির। এ সময় ব্যক্তিগত লক্ষ্যের কথা জানান তিনি, ‘আমি হয়তো ৪/৫ নম্বর পজিশনে খেলবো। দলকে শেষ পর্যন্ত নিয়ে যাবার চেষ্টা করবো। শেষ পর্যন্ত দলকে সমর্থন করাই আমার মূল লক্ষ্য। এভাবেই আমি পরিকল্পনা করেছি। আশা করি তা কাজে লাগাতে পারবো। আর চেষ্টা যদি ভালো হয় তাহলে পরবর্তী সিরিজে বাংলাদেশের হয়ে তা কাজে লাগাতে পারবো। ’
বরিশাল বুলস স্কোয়াড নিয়ে তিনি বলেন, আমাদের দলে দারুণ সব খেলোয়াড় আছেন। রিয়াদ ভাই আছেন, আমি আছি, রনি তালুকদার আছে। সবাই ভালো এবং সেরাটা দিতে সক্ষম। আশা করি, একজন আউট হলে আরেকজন দলের হাল ধরে খেলবে। চেষ্টা করবো আমরা যারা স্থানীয় খেলোয়াড় আছি তারা দলকে ভালো সাপোর্ট করার জন্য।
একই মাঠে একাধিক দলের অনুশীলনও বেশ উপভোগ করছেন বলে জানান সাব্বির, ‘ভালো লাগছে সবাই একসাথে অনুশীলন করছি। তাদেরকে আমরা দেখছি, ওরাও আমাদের দেখছে। এটা খুব মজার বিষয়। ’
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৫
এসকে/এমআর