ঢাকা: রাত পোহালেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় বিপিএলের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করবে চিটাগং ভাইকিংস। রোববারের (২২ নভেম্বর) এ ম্যাচ দিয়েই নিজেকে আবার ফিরে পেতে চাইছেন ভাইকিংস সদস্য ও টাইগার অলরাউন্ডার জিয়াউর রহমান।
শনিবার (২১ নভম্বর) মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে নিজেদের প্রথম ম্যাচ পূর্ব অনুশীলনে তিনি এমনটি জানিয়েছেন।
নিজেদের দল নিয়ে জিয়া জানান, ‘বিদেশি ও দেশি ক্রিকেটারদের সমন্বয়ে চিটাগং ভাইকিংস বেশ ভারসাম্যপূর্ণ একটি দল হয়েছে। আর বিপিএলকে সামনে রেখে গত কয়েকদিন বিকেএসপিতে আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে বেশ ভালই অনুশীলন করেছি। তাই উদ্বোধনী ম্যাচটি ভালভাবেই শুরু করতে পারবো বলে বিশ্বাস করি। ’
এদিকে, বিপিএল খেলতে এরই মধ্যে দলে যোগ দিয়েছেন তিন পাকিস্তানি ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন কামরান আকমল, সাঈদ আজমল এবং মোহাম্মদ আমির। তারা কেমন অনুশীলন করেছে? এই প্রশ্নের জবাবে জিয়া জানান, ‘বিপিএল সামনে রেখে ওরা আজই প্রথম অনুশীলনে যোগ দিলেও ম্যাচে এর কোন প্রভাব পড়বে না। কারণ, তাদের সবাই খেলার মধ্যেই ছিল। ’
ক্রিকেটের টি-টোয়েন্টি ফরমেটে বরাবরই নিজেকে বারুদসম প্রমাণ করেছেন জিয়াউর রহমান। কিন্তু সম্প্রতি ফর্মে না থাকায়, বিপিএলকেই ফর্ম ফিরে পাবার অন্যতম মাধ্যম হিসেবে দেখছেন তিনি। জিয়া জানান, ‘বহুদিন থেকে আমি ফর্মে নেই, তবে আশা করছি বিপিএলে নিজেকে ফিরে পাব। ’
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর