ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের টার্গেট ১৫৬ রান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
সাকিবদের টার্গেট ১৫৬ রান ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বিপিএলের চতুর্থ ম্যাচে মাহামুদুল্লাহ রিয়াদ আর নাদিফ চৌধুরির ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে বরিশাল বুলস ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করেছে। টানা দ্বিতীয় ম্যাচ জিততে সাকিবের রংপুর রাইডার্সকে করতে হবে ১৫৬ রান।



চতুর্থ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাট করতে নেমে বরিশাল বুলসের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন রনি তালুকদার এবং শাহরিয়ার নাফিস।

ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে মাহামুদুল্লাহ রিয়াদের বরিশাল। দ্বিতীয় ওভারেই থিসারা পেরেরার শিকারে সাজঘরের পথ ধরেন রনি তালুকদার। উইকেটের পেছনে মোহাম্মদ মিথুনের গ্লাভসবন্দি হয়ে ফেরেন রনি (১)। একই ওভারে এলবির ফাঁদে ফেলে শাহরিয়ার নাফিসকে বিদায় করেন পেরেরা। পরের ওভারে আক্রমণে এসে সাকিব ফিরিয়ে দেন ব্রেন্ডন টেইলরকে।

পেরেরা চতুর্থ ওভারের শেষ বলে সাব্বির রহমানকেও সাজঘরের পথ দেখান। এলবির ফাঁদে পড়া সাব্বির ৮ বলে দুটি চারে ১১ রান করেন।

টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকে বরিশাল। দলীয় ১৫ রানের মাথায় ফিরে যান শাহরিয়ার নাফিস, ব্রেন্ডন টেইলর, রনি তালুকদার আর সাব্বির রহমান। এরপর ব্যাটিংয়ের হাল ধরেন দলপতি মাহামুদুল্লাহ রিয়াদ এবং নাদিফ চৌধুরি। ৮২ রানের জুটি গড়েন তারা। তবে, ইনিংসের ১৬তম ওভারে সাকিবের দ্বিতীয় বলে পেরেরার তালুবন্দি হন রিয়াদ। আউট হওয়ার আগে দারুণ এক ইনিংস খেলেন বরিশালের এ দলপতি। ৪৩ বল মোকাবেলা করে রিয়াদের ব্যাট থেকে আসে ৫১ রান। তার ইনিংসে ছিল ৫টি চার আর একটি ছক্কা।

রিয়াদের পর একই ওভারে (১৬তম ওভারে) ৩১ বলে ৩০ রান করা নাদিফকেও ফিরিয়ে দেন সাকিব। এরপর ৪ বলে একটি করে চার ও ছয়ে ১২ রান করে রান আউট হন সেকুজে প্রসন্ন। ৫ বলে দুটি চার আর একটি ছক্কা হাঁকানো মোহাম্মদ সামিকে (১৫) মিসবাহর হাতে বন্দি করেন সাকলাইন সজীব। ১৩ বল খেলে শেষ ওভারে রান আউট হন দুটি চার আর একটি ছক্কা হাঁকানো কেভিন কুপার (২১)।

বিপিএলের তৃতীয় আসরে বরিশাল বুলসের এটি প্রথম ম্যাচ। অন্যদিকে গতকাল (রোববার) বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে সাকিবের রংপুর। শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগংকে দুই উইকেটে হারায় তারা।

রংপুর রাইডার্স: সাকিব আল হাসান (অধিনায়ক), লিন্ডল সিমন্স, সৌম্য সরকার, থিসারা পেরেরা, ড্যারেন স্যামি, সাকলাইন সজীব, আবু জায়েদ চৌধুরী রাহি, আল আমিন (জুনি:), মিসবাহ উল হক, মোহাম্মদ মিথুন ও মুক্তার আলি।

বরিশাল বুলস: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাদিফ চৌধুরী,  সেকুজে প্রসন্ন, রনি তালুকদার, সাব্বির রহমান, আল আমিন হোসেন, কেভিন কুপার, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ সামি, তাইজুল ইসলাম ও ব্রেন্ডন টেইলর।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৫
এমআর

** ১ রানে মুশফিকদের হারালো তামিম বাহিনী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।