শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে বরিশালের হয়ে হ্যাটট্রিক করলেন আল-আমিন হোসেন। সিলেট সুপারস্টারের অধিনায়ক মুশফিকুর রহিমের স্টাম্প ভেঙে হ্যাটট্রিক করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বরিশাল ও সিলেটের মধ্যকার খেলা রাজধানীর মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় সন্ধ্যা পৌনে ৭টায়।
আগে ব্যাট করে বরিশাল সংগ্রহ করে ১০৮ রান। ২০ ওভারের খেলায় ১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আল-আমিনের প্রথম তিন ওভারে ৪ উইকেট হারায় সিলেট। প্রথমে মমিনুল হক তারপর ইংল্যান্ডের জাতীয় ক্রিকেটার বোপারা, নুরুল হাসান ও অধিনায়ক মুশফিককে একে একে সাজঘরে ফেরান আল-আমিন হোসেন।
ম্যাচের ৩ ওভার ২ বলে বোপারা, এরপরের বলে নুরুল হাসান এবং ৩ ওভার ৪ বলে মুশফিককে শূন্য রানে ফিরিয়ে হ্যাটট্রিক করেন তিনি।
বিপিএলের তিন আসর মিলে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম আসরে হ্যাটট্রিক করেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে খেলা পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি। সে হিসেবে আল-আমিন বিপিএলে প্রথম বাংলাদেশি হ্যাটট্রিকম্যান।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫/আপডেট ২১৪৬
এসকে/আইএ