শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে: শেষ ওভারে এসে জয়-পরাজয়, এ যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে বিপিএলের তৃতীয় আসরে। সবকটি ম্যাচই হয়েছে চরম নাটকীয় ও টানটান উত্তেজনার।
আল আমিন হোসেনের বিধ্বংসী বোলিংয়ে ১০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০৭ রানে থামে মুশফিকুর রহিমের সিলেট সুপারস্টারস। হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়ে বরিশালের ম্যাচ জয়ের নায়ক পেসার আল আমিন হোসেন। পর পর তিন বলে রবি বোপারা, নুরুল হাসানের পর ভেঙ্গে দেন মুশফিকুর রহিমের স্টাম্প। নিজের তৃতীয় ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নেন আল আমিন।
আল আমিনের হ্যাটট্রিক ঠেকাতে মি: ডিপেন্ডেবল খ্যাত মুশফিক ছিলেন উইকেটে। ইনসুইংঙ্গারে সেই মুশফিকের স্টাম্প উড়িয়েই এবারের আসরে প্রথম হ্যাটট্রিকম্যান হন আল আমিন। ম্যাচ শেষে আল আমিন জানালেন অধিনায়ক মাহমদুউল্লাহ রিয়াদের পরামার্শেই মুশফিককে বোল্ড করেন তিনি, ‘হ্যাটট্রিক বলের সময় রিয়াদ ভাই বলছিল তুই তোর মতো বল কর। চাপ নেবার কোনো দরকার নাই। হ্যাটট্রিক নিয়ে চিন্তা করারও দরকার নাই। শুধু তুই তোর বোলিংটা কর। মুশফিকের ইনসুইয়ে দুর্বলতা আছে। ’
আল আমিন আরও জানান, ২০ ওভারে ১০৯ রানের মধ্যে আটকাতে হবে এটা অনেক কঠিন ছিল। অধিনায়ক রিয়াদ নামার সময় বলছিলেন, এ ম্যাচে হারানোর কিছু নাই, পাওয়ার অনেক কিছু আছে। তাই ভালো জায়গায় বল করার চেষ্টা করেছি।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৫
এসকে/এমআর