ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

ক্রিকেট

আইসিসি’র ইভেন্টে প্রথমবার চার নারী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, নভেম্বর ২৬, ২০১৫
আইসিসি’র ইভেন্টে প্রথমবার চার নারী ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের বাছাইপর্বে দায়িত্ব পালন করবেন চার নারী আম্পায়ার। আইসিসি অনুমোদিত কোনো প্রতিযোগিতায় এবারই প্রথম আম্পায়ারিংয়ে দেখা যাবে নারীদের।



২৮ ডিসেম্বর থেকে ৫ অক্টোবর ব্যাংককে শুরু হচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ, চীন, আয়ারল্যান্ড, হল্যান্ড, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে মহিলা দল। আর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দেখা যাবে চার নারী আম্পায়ারকে।

এর আগে অনেকবার পুরুষ ক্রিকেটারদের খেলা পরিচালনা করছেন নারী আম্পায়াররা। অজিদের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে লিস্ট ‘এ’ ম্যাচে প্রথম নারী আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। এবার তাকে আইসিসি থেকে অনুমোদন দেওয়া হয়েছে মেগা ইভেন্টের আম্পায়ারিংয়ের।

অনুমোদিত এ প্রতিযোগিতায় পোলোসাকের বাকি তিন সঙ্গী হলেন নিউজিল্যান্ডের কাথলিন ক্রস, ইংল্যান্ডের সু রেডফার্ন এবং ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামস।

এ প্রসেঙ্গ আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ‘অভিজ্ঞতাসম্পন্ন চারজন নারী আম্পায়ারকে এবারই প্রথমবারের মতো আইসিসি অনুমোদিত কোনো প্রতিযোগিতায় দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে তাদের দেখে আরও অনেক নারী আম্পায়ার নিজেদের দায়িত্ব নিতে অনুপ্রাণিত হবে এবং আইসিসির অনুমোদন নিয়ে মেগা ইভেন্টগুলোতে অংশ নেবে। ’

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।