ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সাকিববিহীন রংপুরের নেতৃত্বে মিসবাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, নভেম্বর ২৭, ২০১৫
সাকিববিহীন রংপুরের নেতৃত্বে মিসবাহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মাঠে অখেলোয়াড়সুলভ আচরণ করায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। ফলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শুক্রবারের (২৭ নভেম্বর) ম্যাচে সাকিবের পরিবর্তে রংপুরের হয়ে অধিনায়কত্ব করছেন দলটির পাকিস্তানি ক্রিকেটার মিসবাহ-উল-হক।



বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট সুপারস্টারসের বিপক্ষে ম্যাচের ১৩তম ওভারে থিসারা পেরেরার শেষ বলটি সিলেটের দলপতি মুশফিকের ব্যাটের পাশ দিয়ে গিয়ে জমা পড়ে উইকেটের পেছনে থাকা মোহাম্মদ মিথুনের গ্লাভসে। সে সময় লং-অনে ফিল্ডিং করতে থাকা সাকিব আউট ভেবে দৌড়ে উইকেটের কাছে চলে আসেন। কিন্তু মাঠের দায়িত্বে থাকা আম্পায়ার তানভীর আহমেদ সে আউটের আবেদন নাকচ করে দিলে সাকিব তা মেনে নিতে পারেননি। মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়ান সাকিব।

মাঠে এমন অখেলোয়াড়সুলভ আচরণ করায় লেভেল ওয়ান আর্টিকেলের ২.১.৪ এবং ২.১.৭ এর কোড অব কন্ডাক্টের আওতায় সাকিবকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ভিন্ন একটি কারণে আরও ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে। সিলেটের ব্যাটসম্যান মুনাবেরার সঙ্গে অশালীন কথা বলায় অর্থদণ্ড দেওয়া হয় তাকে।

সাকিবের এমন আচরণের জন্য মাঠের আম্পায়ার তানভীর আহমেদ বিষয়টি ম্যাচ রেফারি সেলিম সাহেদের কাছে তুলে ধরেন। এরই প্রেক্ষিতে বিসিবি থেকে সাকিবকে এক ম্যাচের নিষেধাজ্ঞা সহ ২০ হাজার টাকা জরিমানা করে। ফলে ঢাকা পর্বের শেষ ম্যাচে সাকিবকে ছাড়াই মাঠে নামছে রংপুর।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ