ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত সিরিজের বিকল্প ভাবছে পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ভারত সিরিজের বিকল্প ভাবছে পিসিবি

ঢাকা: বহুল প্রতীক্ষিত পাক-ভারত সিরিজের অনিশ্চয়তার মাঝেই বিকল্প ব্যবস্থা হাতে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজটি না হলে প্রস্তাবিত পাঁচ দলের সমন্বয়ে ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট আয়োজন করবে পিসিবি।



সম্প্রতি শ্রীলঙ্কায় ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনে পাকিস্তান সরকার অনুমতি দিলেও ভারত সরকারের কাছ থেকে এখনো ‍অনুমতি মেলেনি। এতেই দু’দেশের ক্রিকেট সম্পর্ক এগিয়ে নেওয়ার কাজটাও অনিশ্চয়তার মাঝে পড়ল। এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তের ওরপই পাক-ভারত সিরিজের ভাগ্য নির্ধারিত হবে।

অন্যদিকে, ভারতের বিকল্প হিসেবে অন্য দেশের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ আয়োজনে পর্যাপ্ত সময় নেই বলেও নিশ্চিত করে পিসিবি। তাইতো পেন্টাগুলার টি-২০ কাপ টুর্নামেন্টকেই তারা অগ্রাধিকার দিচ্ছে।

ইএসপিএন ক্রিকইনফোকে পিসিবির এক বোর্ড কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চলতি সপ্তাহের মধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করবে। কিন্তু তারা ভিন্ন পথে হাঁটলে তা হবে চরম হতাশাজনক। এক্ষেত্রে আমাদের হাতে বিকল্প চিন্তা রয়েছে। বিসিসিআই তাদের অঙ্গীকার রক্ষা করতে না পারলে আগামী মাসেই পাঁচ দলের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরএম

** আবারও অন্ধকারাচ্ছন্ন পাক-ভারত সিরিজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।