ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শতকের অপেক্ষায় রাহানে, ভারত ২৩১/৭

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
শতকের অপেক্ষায় রাহানে, ভারত ২৩১/৭ ছবি : সংগৃহীত

ঢাকা: দিল্লির ফিরোজ শাহ কোটলায় চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত আর লম্বা সফরে যাওয়া দক্ষিণ আফ্রিকা। চতুর্থ টেস্টের প্রথম দিন শেষে বিরাট কোহলির টিম ইন্ডিয়া ৭ উইকেট হারিয়ে তুলেছে ২৩১ রান।



টস জিতে আগে ব্যাটিং নেওয়া ভারতকে ভালো সংগ্রহের দিকে নিতে থাকেন পাঁচ নম্বরে ব্যাট হাতে নামা আজিঙ্কা রাহানে। আলোক স্বল্পতার কারণে দিনের খেলা আগেই শেষ হয়। ১৫৫ বলে ৮৯ রান করে অপরাজিত রয়েছেন সাদা পোশাকে পঞ্চম শতকের অপেক্ষায় থাকা রাহানে।

ওপেনার মুরালি বিজয় ব্যক্তিগত ১২ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার শিখর ধাওয়ান খেলেন ৩৩ রানের ইনিংস। ওয়ানডাউনে নামা চেতস্বর পুজারার ব্যাট থেকে আসে ১৪ রান। টিম ইন্ডিয়ার দলপতি বিরাট কোহলি ৬২ বলে ৭টি বাউন্ডারিতে করেন ৪৪ রান। এছাড়া রোহিত শর্মা (১) আর রিদ্ধিমান সাহা (১) ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।

রবিন্দ্র জাদেজা ২৪ রান করে আউট হন। ৬ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন রবিচন্দ্রন অশ্বিন।

দ. আফ্রিকার হয়ে অফস্পিনার ড্যান লিরয় ৪টি আর কাইল অ্যাবোট ৩টি উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ০৩ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।