ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বিগ ব্যাশেও থাকছেন না জনসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, ডিসেম্বর ৪, ২০১৫
বিগ ব্যাশেও থাকছেন না জনসন ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মিচেল জনসন এবার বিগ ব্যাশেও অংশ নিচ্ছেন না। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি বিশ্রামে থাকার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী পেসার।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানেন জনসন।

আগামী ১৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশের পঞ্চম আসরের পর্দা উঠবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পার্থ স্কোরচার্সের হয়ে জনসনের খেলার সম্ভাবনা ছিল। কিন্তু, সে অবস্থান থেকে সরে আসলেন সাবেক অজি পেস তারকা। উল্লেখ্য, ২১ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হবে পার্থ।

অবশ্য, জনসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, এবার না খেললেও বিগ ব্যাশের পরের মৌসুমেই তিনি খেলতে পারেন। শুধুমাত্র জনসনই নন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অজিদের তিন ম্যাচের টেস্ট সিরিজ থাকায় অ্যাডাম ভোজেস, মিচেল মার্শ, শন মার্শ ও নাথান কোল্টার নাইলকে বেশ কয়েকটি ম্যাচে পাচ্ছে না পার্থ।

পার্থ স্কোরচার্সের কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘এটা খুবই লজ্জার। কারণ, অস্ট্রেলিয়ার সবাই ভেবেছিলেন, জনসন বিগ ব্যাশে অংশ নেবে। তবে তার সিদ্ধান্তের প্রতি আমি সম্মান রাখছি। যেকোনো কারণেই হোক, সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে। তাই এ মুহূর্তে হয়তো জনসন ক্রিকেটে ফিরতে চাচ্ছে না। ’

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ