ঢাকা: শুক্রবার (১১ ডিসেম্বর) উন্মোচন করা হবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। মুম্বাইয়ের হোটেল দ্যা সেন্ট রেগিসে অনুষ্ঠানটি সম্পন্ন হবে।

বিশ্বকাপের সূচি নির্ধারণের পাশাপাশি আসরের গ্রুপগুলোও ঠিক করা হবে অনুষ্ঠানে। এছাড়া টুর্নামেন্ট সংক্রান্ত অন্যান্য দিকগুলোও প্রকাশ করা হবে।
২০১৬ সালের ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। আসরে আইসিসির পূর্ণাঙ্গ দশটি দেশ সহ আরও ৬টি দেশ অংশগ্রহন করবে। ভারতের আটটি স্টেডিয়ামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৫
এমএমএস