ঢাকা: থাইল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে উঠা বাংলাদেশ দল ভারতের মাটিতে অংশ নেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে। জাহানারা আলমের লাল-সবুজের দলটি আসন্ন বিশ্বমঞ্চে রয়েছে ‘বি’ গ্রুপে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের ফাইনালে শেষ বলে হেরে গেলেও চূড়ান্তপর্ব নিশ্চিত করা টাইগ্রেসরা বিশ্বকাপের আসরে খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্বাগতিক ভারত এবং পাকিস্তানের বিপক্ষে। গ্রুপ ‘এ’ তে খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।
শুক্রবার দুপুরে মুম্বাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়।
১৫ মার্চ ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। একই ভেন্যুতে ১৭ মার্চ ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। চেন্নাইয়ে ২০ মার্চ জাহানারা আলমের দলটি মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর দিল্লিতে ২৪ মার্চ গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়তে হবে লাল-সবুজের বাংলাদেশকে।
কলকাতার ইডেন গার্ডেন্সে ৩ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১৫
এমআর