ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডুনেডিন টেস্টে চালকের আসনে কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ডুনেডিন টেস্টে চালকের আসনে কিউইরা

ঢাকা: ডুনেডিন টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে চালকের আসনে রয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে ১৭১ রান করেছে কিউইরা।

যার ফলে ইতোমধ্যে ৩০৮ রানের বিশাল টার্গেট দাঁড় করিয়েছে দলটি।

নিউজিল্যান্ড-৪৩১ ও ১৭১/১ (৪৮ ওভার)
শ্রীলঙ্কা-২৯৪/১০

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম ও আগের ইনিংসে সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিল। ওপেনিং জুটিতে এ দু’জনের ব্যাট থেকে আসে ৭৯ রান। তবে হাফ সেঞ্চুরি থেকে চার রান দূরে থাকতে রঙ্গনা হেরাথের বলে বোল্ড হন গাপটিল।

দিনের বাকিটা সময় সতর্কভাবে খেলে শেষ করেন ল্যাথাম-কেন উইলিয়ামস জুটি। ৭২ ও ৪৮ রানে অপরাজিত থাকা এ ব্যাটসম্যানরা চতুর্থ দিন আবারও ব্যাট করবেন।

এর আগে দ্বিতীয় দিনে চার উইকেট হারিয়ে ১৯৭ রান করা শ্রীলঙ্কা তৃতীয় দিন আরও ৯৭ রান যোগ করতেই অলআউট হয়ে যায়। ৮৩ রানে অপরাজিত ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল এদিন কোন রান না করেই টিম সাউদির শিকার হন। কিউই বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন সাউদি ও নিল ওয়াগনার।

নিজেদের প্রথম ইনিংসে গাপটিলের সেঞ্চুরিতে ৪৩১ রান করেছিল নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।