ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতকে ফেভারিট ভাবছেন না কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ভারতকে ফেভারিট ভাবছেন না কোহলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ঘরের মাঠে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জেতার সুখস্মৃতি নিয়ে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামছে ভারত। স্বাগতিক হওয়ার সুবাদে ফেভারিট তকমাটা টিম ইন্ডিয়ার দিকে থাকাটাই তো স্বাভাবিক।

তবে, মোটেই এমনটি ভাবছেন না ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।

এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘টি-২০ ফরমেটে হোম কন্ডিশনের সুবিধা খুব বেশি থাকে না। তাছাড়া গত আট-নয় বছর ধরে বিভিন্ন দেশের অনেক খেলোয়াড়ই আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) খেলেছে। তাই বিদেশি খেলোয়াড়রা ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে ভারতের কন্ডিশনের সঙ্গে সুপরিচিত। অনেক ক্রিকেটারই আছেন যারা টি-২০ বিশ্বকাপ দিয়ে নিজেদের তারকাখ্যাতি জানান দেওয়ার প্রত্যাশা করছে। ’

ভারতীয় টেস্ট অধিনায়ক যোগ করেন, ‘হোম কন্ডিশনের বড় ধরনের সুবিধা ভারত আর পাচ্ছে না। বিশেষ করে, টি-টোয়েন্টি বিশ্বেকাপে তো তা আরো থাকছে না। যেকোনো দলই ফেভারিট হতে পারে। ’

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ মার্চ ভারতে টি-২০ বিশ্বকাপের পর্দা উঠবে। আর কলকাতার ইডেন গার্ডেনসে ৩ এপ্রিলের শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে ষষ্ঠ আসরের সমাপ্তি ঘটবে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।