ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

‘একটা বাজে দিন যেতেই পারে’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
‘একটা বাজে দিন যেতেই পারে’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে ৭২ রানে হারিয়ে প্রথম দল হসেবে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হারলেও ফাইনালে ওঠার সুযোগ শেষ হয়ে যাচ্ছে না রংপুরের।

এলিমিনিটর ম্যাচের (ঢাকা-বরিশাল) জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগামীকাল (রোববার) মাঠে নামবেন তারা। এ ম্যাচের জয়ী দল ফাইনালে লড়বে কুমিল্লার বিপক্ষে।
 
দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে ওঠার সুযোগ থাকায় এ ম্যাচের (প্রথম কোয়ালিফায়ার) হতাশা ভুলে রোববারের ম্যাচ নিয়েই ভাবতে চান রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান। বোলিংয়ের পর ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ায় দিনটি ‘বাজে’ বলে উল্ল্যেখ করে সাকিব বলেন, ‘বাজে দিন গেছে। আমরা ভালো বল করতে পারিনি। শেষ তিনটা ম্যাচ আমরা অনেক ভালো খেলেছি। একটা বাজে দিন যেতেই পারে। টি-টোয়েন্টি খেলাটাই এমন। কালকে সুযোগ আছে। এবার ফাইনাল নিশ্চিত করতে আমাদের প্রস্তুত থাকতে হবে। ’

টসে হেরে ব্যাটিংয়ে নেমে স্লো উইকেটে ইমরুল কায়েসের ৬৭ ও আসহার জাইদির ১৫ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে সাত উইকেট হারিয়ে ১৬৩ রান করে কুমিল্লা। জবাবে ৯১ রানেই গুটিয়ে যায় রংপুর।
 
সাকিব মনে করেন ১৬০ এর কাছাকাছি স্কোর করার মতো আজকের উইকেট ছিল না, ‘উইকেট খারাপ ছিল না। আমাদের কাছে মনে হয়েছে ২০-২২ রান বেশি করেছে কুমিল্লা। ১৩০-১৪০ এর উইকেট এটি ১৬০ অবশ্যই না। ’
 
হারের ধরন নিয়ে শঙ্কিত কিনা- এমন প্রশ্নে সাকিব বলেন, ‘আগেও  বিপিএলে এরকম অনেক ম্যাচই হয়েছে। আমরাও আগে বাজেভাবে হেরেছি ৯ উইকেটে, ১০ উইকেটে কিংবা ১০০ রানের নিচে অলআউট হয়ে গেছি। আসলে টি-টোয়েন্টির মজা আসলে এটাই। আজকে আপনি এরকম খারাপ করছেন কালই ভিন্নভাবে মাঠে নামছেন। ’
 
ব্যাটিং-বোলিং কোনো ডিপার্টমেন্টেই জ্বলে উঠতে পারেননি সাকিব নিজেও। রানের খাতা খোলার আগেই আউট হয়ে ফিরেছেন সাজঘরে। বল হাতে ৪ ওভারে দিয়েছেন ৪২ রান। পাননি উইকেটের দেখাও। এমন বোলিংয়ে ভাগ্যকেই দুষেছেন রংপুরের অধিনায়ক, ‘স্পিনারদের জন্য হেল্প ছিল উইকেটে। এটা আসলে বর্নণা করাটা কঠিন। ওদের জন্য কিছুটা লাকি ছিল। ওরা যেভাবে ইচ্ছে ব্যাট চালিয়েছে, যেটা ব্যাটে লাগেনি মিস করে গেছে, যেটা লেগেছে সেটা গ্যাপে পড়েছে কিংবা বাউন্ডারি হয়ে গেছে। ’

প্রতিপক্ষ দলের ওপেনার ইমরু কায়েসের ইনিংসের প্রশংসা করে সাকিব বলেন, ‘ওদের ইমরুল ভালো ব্যাটিং করেছে। যেটা ভালো মোমেন্টাম দিয়েছে। তারপর যারা আসছে তারাও ভালো খেলে গেছে। তাছাড়া মনে হয় আমরা প্রপার বোলিং করতে পারিনি, যতটা ভালো করা উচিত ছিল এই উইকেটে। ’

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।