ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কুমিল্লার কোচের চোখে মাশরাফির অধিনায়কত্ব

স্পোটস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
কুমিল্লার কোচের চোখে মাশরাফির অধিনায়কত্ব ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছ থেকে বহুবার শোনা যায় মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বের প্রশংসা। মাশরাফির অধিনায়কত্বের মুগ্ধতায় তাকে ‘নেতা’ বলেই সম্বোধন করেছিলেন লঙ্কান এ কোচ।

একটি শব্দেই বুঝিয়ে দিয়েছিলেন মাশরাফির অসাধারণ গুনের কথা। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কন্ঠেও প্রশংসাবাক্যে বেরিয়ে এলো ‘নেতা’ শব্দটি।

সঙ্গে মাশরাফির নেতৃত্বের সফলতার পেছনের কারণগুলো বিকেএসপির সাবেক এই কোচ সংবাদমাধ্যমে খোলাসা করে জানালেন, ‘মাশরাফি যেভাবে ছেলেদের সাথে মেশে সেটা আসলে বলে বোঝানো যাবেনা। সে তো বাংলাদেশ টিমেরও ক্যাপ্টেন। তারপরও যখন একটা জুনিয়র ছেলে আসে মাশরাফি তার সাথে যেভাবে মেশে, বাইরের একটা খেলোয়াড়ের সাথেও একইভাবে মেশে। এটাতে খুব ভালো একটা সেতুবন্ধন হয়। ’

দলের ছেলেরা মাশরাফির কথা শোনায় কোচ হিসেবে কাজটাও কমে আসে বলে জানান সালাউদ্দিন। দলের ক্রিকেটারদের মোটিভেটেডও নাকি করতে হয়না সে অর্থে। মাশরাফিকেই নাকি অনুপ্রেরণা হিসেবে নেন দলের বাকি ক্রিকেটাররা, ‘মাশরাফি একটা কথা বললে ছেলেরা শোনে। সে যেভাবে কাজটা করে তাতে কোচ হিসেবে আমাদের কাজটা কমে যায়। মোটিভেট করতে হয়না বাকিদের। তার কারণে পুরো টিম মোটিভেটেড হচ্ছে। এটা মাশরাফির অনেক বড় একটা গুন। ’

তিনি আরও যোগ করেন, আমাদের সাথে মাশরাফির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার মনে হয় সে টিমে থাকাটাই বড় অ্যাডভানটেজ। শুধু মাঠের ভেতরে না, মাঠের বাইরেও মানুষের সাথে মেশা, কথা বলার ভঙ্গি, যে কোনো মানুষকে কাজটা সহজ করে দেয়। মাশরাফি আসলে অনেক বড় দলনেতা। ’

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।