ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দ্রাবিড়ের অধীনে আসছে ১৫ সদস্যের ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, ডিসেম্বর ২২, ২০১৫
দ্রাবিড়ের অধীনে আসছে ১৫ সদস্যের ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী বছরের ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে জমজমাট মেগা ইভেন্টটি শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।



ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের অধীনে খেলতে আসবে ভারত অনূর্ধ্ব-১৯ দলটি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) মুম্বাইয়ে আসন্ন যুব বিশ্বকাপকে সামনে রেখে ঘোষিত ১৫ সদস্যের দলটির অনুমোদন দিয়েছে বিসিসিআই। দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ঈশান কিষাণকে। তার ডেপুটি হিসেবে থাকবেন রিশাব পান্ত।

ভারতীয় দল: ঈশান কিষাণ (অধিনায়ক), রিশাব পান্ত (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, সরফরাজ খান, রিকি ভূঁই, আরমান জাফর, আভিষ খান, আমানদিপ খারে, আনমোলপ্রিত সিং, মায়াঙ্ক দাগার, জিসান আনসারী, মহীপাল লমরোর, সুভাম মাভি, খলীল আহমদ ও রাহুল বাথাম।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ২২ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।