ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ছিটকে গেলেন উইলিয়ামস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ছিটকে গেলেন উইলিয়ামস ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে জিম্বাবুয়ে দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেলেন শেন উইলিয়ামস। সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট গ্রাউন্ডে পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে দু’দল।



গ্রোইং ইনজুরিতে পড়া উইলিয়ামসের পরিবর্তে ওয়ানডেতে তেন্দাই চিসোরো ও টি-২০তে ওয়েলিংটন মাসাকাদজাকে নেওয়া হয়েছে।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, গত অক্টোবরে দলের আয়ারল্যান্ড সফরের পর থেকেই ইনজুরিতে ভুগছেন উইলিয়ামস। আর এবারের ইনজুরিতে বাঁহাতি এ অলরাউন্ডারকে অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

২৫ ডিসেম্বর থেকে দু’দলের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।