ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টেইলরের নেতৃত্বে বাংলাদেশে আসছে ইংলিশ যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
টেইলরের নেতৃত্বে বাংলাদেশে আসছে ইংলিশ যুবারা ছবি: সংগৃহীত

ঢাকা: ব্র্যাড টেইলরের নেতুত্বে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপকে ঘিরে ১৫ সদস্যের যুবাদের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

দলটির সহ-অধিনায়ক করা হয়েছে ড্যান লরেন্সকে।

ইংলিশদের যুবা দলে ফিরেছেন সাবেক অধিনায়ক ব্যাটসম্যান অ্যানেউরেন ডোনাল্ড। বাংলাদেশ সফরের আগে ইংল্যান্ড দুবাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যান খেলবে। বিশ্বকাপে দলটি প্রথম ম্যাচ খেলবে ফিজির বিপক্ষে আর গ্রুপ পর্বের পরের ম্যাচ গুলো খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে।

আগামী বছরের ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে জমজমাট যুবাদের বিশ্বকাপের মেগা ইভেন্টটি শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল:

জর্জ বার্টলেট, জ্যাক বার্নহাম, ম্যাসন ক্র্যান, স্যাম ক্যারান, রায়ান ডেভিস, অ্যানেউরেন ডোনাল্ড, জর্জ গারটন, বেন গ্রীন, ম্যাক্স হল্ডেন, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, টম মুরস, ব্র্যাড টেইলর (অধিনায়ক), ক্যালাম টেইলর, জ্যারেড ওয়ার্নার।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।