ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ বিশ্বকাপে লঙ্কান যুবাদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
বাংলাদেশ বিশ্বকাপে লঙ্কান যুবাদের দল ঘোষণা ছবি : সংগৃহীত

ঢাকা: জানুয়ারি থেকে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সম্প্রতি ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে ত্রী-দেশিয় সিরিজের দলকেই মূলত এ দলে প্রাধান্য দেওয়া হয়েছে।

তবে দলে নেওয়া হয়েছে চারানা নানায়াকারাকে। ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে যুবাদের এ আসরটি।

লঙ্কান যুবা দলে চারিত আসালাঙ্কাকেই অধিনায়ক রাখা হয়েছে। আর সহ অধিনায়কও রয়েছেন শাম্মু আশান।

এবারের আসরে শ্রীলঙ্কা গ্রুপ ‘বি’ তে খেলবে। যেখানে তাদের প্রতিপক্ষ কানাডা, আফগানিস্তান ও পাকিস্তান। ২৮ জানুয়ারি কানাডার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দলটি।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব -১৯ দল: কাভিন বান্দারা, সালিন্দু উশান, শাম্মু আশান (সহ-অধিনায়ক), চারিত আসালাঙ্কাকা (অধিনায়ক), আভিশেক ফার্নান্দো, ওয়ানিদু হাসারাগনা, কামিন্দু মেন্ডিস, চারান নানায়াকারাক, ভিশাদ রানদিকা, লাহিরু সামারাকোন, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, জেহান ড্যানিয়েল, দামিথা সিলভা, থিলান নিমেশ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।