ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফ্ল্যাককে অধিনায়ক করে স্কটিশ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ফ্ল্যাককে অধিনায়ক করে স্কটিশ দল ছবি : সংগৃহীত

ঢাকা: নেইল ফ্ল্যাককে অধিনায়ক করে ১৫ সদস্যের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল ঘোষণা করেছে স্কটল্যান্ড। আগামী ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

২০ জানুয়ারি বাংলাদেশে আসার আগে শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ খেলবে স্কটিশ যুবারা।

বাংলাদেশে আসার পর ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ও ফিজির বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে স্কটল্যান্ড। পরে মূল পর্বে লড়ার জন্য কক্সবাজারে যাবে দলটি।

গ্রুপ ‘এ’ তে থাকা স্কটল্যান্ড ২৯ জানুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। পরের দিন মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে। আর ২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে।

স্কটল্যান্ড যুবা স্কোয়াড: নেইল ফ্ল্যাক (অধিনায়ক), হারিস আসলাম, রায়ান ব্রাউন, স্কট ক্যামেরুন, হ্যারিস কার্নেগী, মোহাম্মদ আজিম দার, মোহাম্মদ গাফফার, ররি জনস্টন, ইহতিশাম মালিক, ফিনলে ম্যাকক্রেথ, মিচেল রাও, ওয়াইজ শাহ, সাইমন হোয়াইট, জ্যাক ওয়ালার, বেন উইলকিনসন ।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।