ঢাকা: আলোর স্বল্পতার কারণে কেপটাউন টেস্টের শেষ দিন মাত্র ৫৯ ওভার খেলা হলো। ফলে পঞ্চম দিন কিছুটা রোমাঞ্চ তৈরী হলেও শেষ পর্যন্ত ড্র মেনে নিল দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।
ইংল্যান্ড: ৬২৯/৬ ডিক্লে. ও ১৫৯/৬ (৬৫ ওভার)
দ.আফ্রিকা: ৬২৭/৭ ডিক্লে.
খেলার চতুর্থ দিনে ১৬ রানে কোন উইকেট না হারানো অ্যালিস্টার কুক বাহিনী পঞ্চ দিনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। প্রোটিয়া বোলারদের দাপুটে বোলিংয়ে ১১৬ রানে প্রথম ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। তবে প্রথম ইনিংসে দেড়শ রান করা উইকেটরক্ষক- ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ৩০ ও মইন আলী ১০ রানে ব্যাট করা অবস্থায় আলোর স্বল্পতার সমস্যা সৃষ্টি হয়।
স্বাগতিক বোলারদের মধ্যে স্পিনার ডেন পিডিট সর্বোচ্চ তিনটি উইকেট পান। এছাড়া একটি করে উইকেট নেন মরনে মরকেল, কাগিয়াসো রাবাদা ও ক্রিস মরিস। ম্যাচ সেরা হন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তিনি প্রথম ইনিংসে ২৫৮ রানের ঝলমলে একটি ইনিংস খেলেছিলেন।
১৪ জানুয়ারি থেকে জোহার্নেসবার্গে সিরিজের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এর আগে ডারবানে প্রথম টেস্টটি ইংল্যান্ড বড় ব্যবধানে জিতে লিড নিয়েছিলো।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ০৭ জানুয়ারি, ২০১৬
এমএমএস