ঢাকা: পিঠের ইনজুরি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ফিরতে পারেন ব্রেন্ডন ম্যাককালাম। অন্যদিকে, পায়ের ইনজুরিতে ভোগা টিম সাউদির পাকিস্তান সিরিজে ফেরা হচ্ছে না।
গত বছরের ২৮ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পিঠের ইনজুরিতে ভোগেন ম্যাককালাম। আর নতুন বছর শুরুর আগের দিনই (তৃতীয় ম্যাচ) পায়ের ইনজুরিতে আক্রান্ত হয়ে ছিটকে পড়েন সাউদি। এর পর থেকেই দু’জন ক্রিকেটের বাইরে।
এক সাক্ষাৎকারে কিউইদের কোচ মাইক হেসন বলেন, ‘ম্যাককালাম বেশ ভালোভাবেই সেরে উঠছে। তবে ম্যাচ খেলার উপযোগী হতে আরো অনেক কাজ বাকি। আশা করছি, সে পাকিস্তান সিরিজের অংশ হতে পারবে। পূর্ণ ফিটনেস ফিরে পেলে ওডিআই সিরিজের শেষ ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে। ’
অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে প্রথমে টি-২০ সিরিজে ছিটকে গেলেও এবার ওডিআই সিরিজেও খেলা হচ্ছে না সাউদির! এ প্রসঙ্গে মাইক হেসনের ভাষ্য, ‘পাকিস্তান সিরিজে সাউদির ফেরা হচ্ছে না। এমনকি, অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট সিরিজেও তার খেলার সম্ভাবনা নেই। তবে টেস্ট সিরিজে তার ব্যাপারে আমরা আশাবাদী। ’
শুক্রবার (২২ জানুয়ারি) টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী ম্যাচে একে অপরের মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। টি-২০ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল। ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ২৫, ২৮ ও ৩১ জানুয়ারি।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে (১২ ফেব্রুয়ারি শুরু, ওয়েলিংটনে) মাঠে নামলেই শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন ম্যাককালাম। বলা হচ্ছে, দ্বিতীয় টেস্ট (২০-২৪ ফেব্রুয়ারি) শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ৩৪ বছর বয়সী এ অভিজ্ঞ ক্রিকেটার।
ঘরের মাঠে টেস্ট সিরিজ শুরুর আগে অজিদের বিপক্ষে তিনটি ওয়ানডে (৩, ৬ ও ৮ ফেব্রুয়ারি) খেলবে ব্ল্যাক ক্যাপসরা।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএম