ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এমআরএফ টায়ারের সঙ্গে যুক্ত হলো আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এমআরএফ টায়ারের সঙ্গে যুক্ত হলো আইসিসি ছবি : সংগৃহীত

ঢাকা: এমআরএফ টায়ারের সঙ্গে চার বছরের চুক্তি করলো ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০১৬ সাল থেকে আইসিসি’র যে কোন ইভেন্টে সংস্থাটির গ্লোবাল পার্টনার হিসেবে কাজ করবে বিশ্বব্যাপি টায়ার রপ্তানিকারক এ কোম্পানিটি।



ভারতের চেন্নাইয়ে এমআরএফ টায়ারের প্রধান কার্যালয়ে সংস্থা দুটির প্রধানদের মধ্যে বৈঠকে এমনটি নিশ্চিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন, এমআরএফ টায়ারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কেএম মামেন, ভারতের সাবেক অধিনায়ক ও এমআরএফের ‘ব্র্যান্ডঅ্যাম্বাসেডর’ শচীন টেন্ডুলকার।

২০১৫ সালে বিশ্বকাপের পর এমআরএফের সঙ্গে পুরোনো চুক্তি শেষ হয় আইসিসি’র।

এ প্রসঙ্গে রিচার্ডসন বলেন, ‘এমআরএফ আমাদের সঙ্গে নতুন করে চার বছরের চুক্তি করায় আমরা দারুণ খুশি। আশাকরি বিশ্বব্যাপি ক্রিকেটকে ছড়িয়ে দিতে এমআরএফের সাহায্য আমাদের আরও এগিয়ে দেবে। ’

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।