চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: ব্যাটিংয়ে ঘুরে ফিরে কখনও পিনাক ঘোষ, কখনও সাইফ হাসান কখনও আবার মেহেদি হাসান মিরাজ। বোলিং প্রান্তের উইকেটের পাশে দাঁড়িয়ে তাদের দিকে তীক্ষ্ণ নজর দলের টেকনিক্যাল পরামর্শক স্টুয়ার্ট ল’র।
ব্যাটসম্যানের ব্যাটে-বলে ঠিকঠাক হলেই ভেসে আসছে স্টুয়ার্ট ল’র হাততালির আওয়াজ। আবার কোনো টেকনিক্যালি ত্রুটি দেখতেই ব্যাটসম্যানের কাছে দৌড়ে যাচ্ছেন স্টুয়ার্ট ল। ধরিয়ে দিচ্ছেন সমস্যা, হাতে ব্যাট নিয়ে দেখিয়ে দিচ্ছেন ‘বলটা এভাবেই খেল’।
বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অনুশীলনের এই খন্ড চিত্র ধরা পড়ে চোখে।
সকাল থেকেই মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টির টানা হানা। কিন্তু তাতে বসে থাকার সময় কই?ঘরের মাঠে বিশ্বকাপ। তাও আবার প্রথমম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে হবে।
তাই বৃষ্টি মাথার ওপর রেখেই বৃহস্পতিবার দুপুর ১টা থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল নেমে পড়ে অনুশীলনে। ভাগ হয়ে এক নাগাড়ে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং অনুশীলন করে গেলেন খেলোয়াড়েরা।
তবে দুপুর আড়াইটার দিকে বৃষ্টির ফোটা বড় হয়ে ঝরতেই ড্রেসিংরুমে ফিরে যেতে হয় খেলোয়াড়দের। ফলে স্বাভাবিকভাবেই কিছুটা অসন্তুষ্ট দল।
তাই আক্ষেপ ঝরল দলের অপারেশন ম্যানেজার শাওনের কণ্ঠে। তিনি বাংলানিউজকে বলেন, ‘বৃষ্টি বিঘ্ন ঘটাল। আরও কিছুক্ষণ অনুশীলন চালিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। ’
ড্রেসিংরুমে ফিরছেন, এমন সময় কথা হয় দলের ওপেনিং ব্যাটসম্যান সাইফ হাসানের সঙ্গে। বাংলাদেশ দলের নিয়মিত পারফরমার, গত একবছর দলের অবিশ্বাস্য ক্রিকেট খেলার পেছনে যার রয়েছে দুর্দান্ত অবদান। সর্বশেষ ১৬ জানুয়ারি এ মাঠেই ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দল উড়ে গেছে তার দূরন্ত সেঞ্চুরিতে। তাই স্বাভাবিকভাবেই বিশ্বকাপে নিজেকে দেখিয়ে দেওয়ার উত্তেজনায় টগভগে ফুটছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের এই তুরুপের তাস।
সাইফ নিজেও জানেন তাকে ঘিরে দেশের প্রত্যাশা। তাই বাংলানিউজকে বলেন, ‘গত এক বছর ধরে করা পারফরম্যান্স বিশ্বকাপেও নিয়ে যেতে চাই। দলকে জয়ী করতে আগের মতই ভুমিকা রাখতে চাই। ’
বিশ্বকাপের উদ্বোধনী দিনেই বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা নিয়ে দলের বাড়তি কোনো প্রস্তুতি আছে কিনা?-এমন প্রশ্নে সাইফ বলেন, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলে যেতে চাই। এভাবে খেলে যেতে পারলে কোনো দলই সমস্যা হয়ে উঠবে না। আমরা স্টেপ বাই স্টেপ এগুতে চাই। আমাদের লক্ষ্য এবার বড়। ’
সাইফের কথা মাঠে ফলাতে পারলেই হলো।
এবার যে জাতি প্লেট শিরোপাতে খুশি হতে চায় না। সবাই যে এ স্বপ্ন দেখতে শুরু করেছে
-১৪ ফেব্রুয়ারি। বিকেলের আশেপাশে একটা সময়। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি হাতে মেহেদি হাসান মিরাজের উচ্ছ্বাস!!
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
টিএইচ/টিসি