ঢাকা: দীর্ঘ সময় ধরে পরিকল্পনার পর অবশেষ আগামী মাস হতে শুরু হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টের অন্যতম দল পেশোয়ার জালমির ‘মেন্টর’ হিসেবে থাকবেন না দেশটির কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান।
আগামী ০৪ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে হবে এই টুর্নামেন্টটি।
দল গঠনের পর পেশোয়ার জালমির পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের ‘মেন্টর’ হিসেবে কাজ করবেন ইমরান খান। তবে, ইমরান খানের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন আসরে তিনি দলটির ‘মেন্টর’ হিসেবে থাকতে পারছেন না। কারণ হিসেবে জানানো হয়, রাজনৈতিক ব্যস্ততায় পিএসএল চলাকালীন তিনি দলকে সময় দিতে পারবেন না।
শহীদ আফ্রিদির পেশোয়ার জালমিতে রয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।
এছাড়া দলটিতে খেলবেন অস্ট্রেলিয়ার পেসার শন টেইট, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, কামরান আকমল, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৬
এমআর