ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৫০তম ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
৫০তম ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ঘরের মাঠে স্বাগতিক বাংলাদেশ নতুন বছরের প্রথম সিরিজ জিততে মাঠে নামবে।

চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ শেষে ২-১ এ লিড ধরে রেখেছে টাইগাররা। নিজেদের সেরা খেলাটি খেলেই সিরিজ জিততে চায় মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ।

বছরের প্রথম সিরিজ জয়ের সাক্ষী হতে চায় খুলনাবাসীও। শেখ আবু নাসের স্টেডিয়ামে দুপুর তিনটায় মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।

২০০৬ সালের ২৮ নভেম্বর এই মাঠেই নিজেদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেবারও টাইগারদের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। আজকের ম্যাচ দিয়ে নিজেদের ৫০তম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।

লাল-সবুজদের ৫০তম টি-টোয়েন্টি হলেও ক্রিকেটের ক্ষুদ্র এই ফরমেটে জিম্বাবুয়ে মাঠে নামবে ৪৮তম টি-টোয়েন্টি ম্যাচে। স্প্রিং বকরা এ ম্যাচে হেরে গেলে টাইগারদের জন্য হবে সিরিজ জয়, আর সফরকারীরা জিতে গেলে সিরিজে সমতা নিয়ে ফিরবে আফগানিস্তানের বিপক্ষে সদ্যই সিরিজ হেরে আসা জিম্বাবুইয়ানরা।

সিরিজের প্রথম দুই ম্যাচে প্রত্যাশিত জয় তুলে নেয় টাইগার শিবির। তবে, তৃতীয় ম্যাচে সফরকারীরা জয় তুলে নিলে ‘হোয়াইটওয়াশ’ এর সম্ভাবনা উড়ে যায় বাংলাদেশের।

চতুর্থ ম্যাচে টাইগারদের একাদশে পরিবর্তন আসতে পারে একাধিক। ফিরতে পারেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আগের ম্যাচের অভিষিক্ত মোহাম্মদ শহীদের জায়গায় ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরাফাত সানি, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী, নুরুল হাসান, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল, তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে স্কোয়াড: এলটন চিগুম্বুরা, চামু চিভাবা, চিসোরো, গ্রায়েম ক্রেমার, লুক জঙ্গো, মাদজিভা, হ্যামিলটন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, পিটার মুর, মুতুমবামি, মুজারাবনি, ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, ব্রায়ান ভিটোরি, ম্যালকম ওয়ালার, শেন উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।