ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রোহিত শর্মাকে আইসিসির তিরস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
রোহিত শর্মাকে আইসিসির তিরস্কার ছবি: সংগৃহীত

ঢাকা: অাম্পায়ারের আউটের সিদ্ধান্তে মতবিরোধের জেরে রোহিত শর্মাকে অফিসিয়ালি তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ (২৩ জানুয়ারি) ম্যাচে ব্যক্তিগত ৯৯ রানের মাথায় জন হ্যাস্টিংসের বলে ম্যাথু ওয়েডের গ্লাভসে ধরা পড়েন ভারতীয় ওপেনার।



কিন্তু, আম্পায়ার ক্যাচ আউটের আবেদনে সাড়া দিলেও উইকেট ছেড়ে আসতে বিলম্ব করেন রোহিত। এতেই আইসিসির কোড অব কন্ডাক্টের  লেভেন-১ এর আর্টিক্যাল ২.১.৫ লঙ্ঘন করেন ২৮ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান।

এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা। তবে সর্বনিম্ন শাস্তি হিসেবে রোহিতকে শুধুমাত্র অফিসিয়ালি সতর্ক করে দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। সিরিজ সেরা হওয়া রোহিতও তা মেনে নিয়েছেন। তাই এ বিষয়ে আর অানুষ্ঠানিক শুনানির প্রয়োজন হবে না।

প্রসঙ্গত, অজিদের বিপক্ষে প্রথম চার ম্যাচ হারলেও সিডনিতে অনুষ্ঠিত পঞ্চম ওয়ানডেতে সান্ত্বনার জয় পায় টিম ইন্ডিয়া। ওডিআই শেষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে সফরকারীরা। মঙ্গলবার (২৬ জানুয়ারি) অ্যাডিলেডে প্রথম টি-২০ অনুষ্ঠিত হবে।

** দুইয়ে সাকিব, পাঁচে রোহিত

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।