ঢাকা: বিপাকে পড়েছেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি লেগস্পিনারের স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন।
গত বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার প্রশাসন নথিগুলো জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। তবে ওয়ার্ন তদন্ত নিয়ে বলেছেন ভিন্ন কথা, ‘যে কেউ আমাদের রেকর্ড দেখতে পারেন। গত বারো বছর ধরে আমরা কি করেছি? আমাদের লুকোনোর কিছু নেই। কিছু না করেও আমরা বিতর্কিত। নিজের দেড় লাখ ডলার দিয়েছি সংস্থায়। এর বদলে কোনকিছুই নেইনি। এছাড়া দিনে চার-পাঁচ ঘণ্টা সময়ও দিয়েছি। ’
২০০৩ সালে প্রতিষ্ঠা হয় শেন ওয়ার্ন ফাউন্ডেশন। যেখানে প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ার মানবেতর অসুস্থ ও বসতহীন শিশুদের সাহায্যে কাজ করে আসছে। ২০০৪ সালে প্রতিষ্ঠানটি অফিসিয়ালি কাজ করা শুরু করে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৬
এমএমএস