ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

খুলনায় টাইগারদের দ্বিতীয় দিনের অনুশীলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, জানুয়ারি ২৫, ২০১৬
খুলনায় টাইগারদের দ্বিতীয় দিনের অনুশীলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: এশিয়া কাপ ক্রিকেটের প্রস্তুতি নিতে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন কোচ হাথুরেসিংহের শিষ্যরা।

সোমবার (২৫ জানুয়ারি) শেখ আবু নাসের স্টেডিয়ামে নিজেদের ঝালাই করে নিলো মাশরাফি বাহিনী।



এদিন, ফুরফুরে মেজাজে টাইগারদের অনুশীলন করতে দেখা যায়। অনুশীলনে ফুটবল থেকে শুরু করে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের ওপর নজর দেওয়া হয়।
 
বেলা আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অনুশীলন চলে। বাংলাদেশ ক্রিকেট দলের খুলনার এ অনুশীলন ক্যাম্প আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর চট্টগ্রামে তাদের অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমআরএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।