ঢাকা: পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগে (পিএসএলে) খেলা নাও হতে পারে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। এমনটি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে ক্রিকেট বোর্ডের সভাপতি আরও বলেন, সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে কাঁধে ব্যথা পাওয়ায় সিরিজ থেকে ছিটকে যান মুস্তাফিজ। পিএসএলে খেলার মতো মুস্তাফিজের ফিটনেস লেভেল নেই। এ কারণেই তার পিএসএলে খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
এদিকে, সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে পাপন জানান, ‘জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স ভাল ছিলো না। বিশেষ করে শেষ ম্যাচে টপ অর্ডারদের হতাশাজনক ব্যাটিং দলের জন্য হারের কারণ হয়ে দাঁড়ায়। ’
তবে, এই সিরিজ দিয়ে সাব্বির রুম্মন ও মাহমুদুল্লাহ রিয়াদ ফর্মে ফেরায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৬
এইচএল/এমআর