ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কানাডার বিপক্ষে লঙ্কানদের সংগ্রহ ৩১৫

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
কানাডার বিপক্ষে লঙ্কানদের সংগ্রহ ৩১৫ ছবি: সংগৃহীত

সিলেট থেকে: যুব বিশ্বকাপের একাদশতম আসরের চতুর্থ ম্যাচে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে মাঠে নামে শ্রীলঙ্কা ও কানাডার অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ ‘বি’র এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে লঙ্কান তরুণরা ৬ উইকেট হারিয়ে তোলে ৩১৫ রান।



শ্রীলঙ্কান ওপেনার কেভিন বানদারা ৬১ রানের ইনিংস খেলেন। তার ৮৪ বলে সাজানো ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি। আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দো করেন ১৬ রান। উদ্বোধনী জুটি থেকে আসে ৪৪ রান। দলীয় ৪৪ রানেই লঙ্কানদের দ্বিতীয় উইকেটে পতন ঘটে তিন নম্বরে নামা কামিন্দু মেন্ডিস শুন্য রানে ফিরে গেলে।

লঙ্কান দলপতি চারিথ আসালাঙ্কা করেন ইনিংস সর্বোচ্চ ৭৬ রান। তার ৬৯ বলের ইনিংসে ছিল ৯টি চারের মার। সামু আসহান অপরাজিত থাকেন ৭৪ রানে। ৬১ বলে তিনটি করে চার ও ছক্কায় তিনি তার ইনিংস সাজান। উইকেটরক্ষক ব্যাটসম্যান ভিসাদ রান্দিকা ৪৭ বলে চারটি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারিতে করেন ৫১ রান। শেষ দিকে ১৩ বলে তিনটি চার আর দুটি ছক্কায় ওয়ানিদু হাসারাঙ্গা ২৮ রান করেন।

কানাডার হয়ে দুটি উইকেট তুলে নেন আবদুল হাসিব।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।